ফলের বাজার: আম ৬০, লিচু ৪০০, মধ্যবিত্ত ভুলে যাচ্ছে ফল খেতে!

আম কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় চাষীরা ফেলে দিচ্ছিলেন। কারণ তারা নাকি আমের দাম পাচ্ছিলেন না ঠিক সেই ভাবে। অথচ বাজারে চোখ রাখলে দেখা যায় আম এখনও ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg (36) (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে কারণ ছিল প্রবল গরম, তার আগে কারণ ছিল রমজান মাস, আর এবার কারণ অম্বুবাচি। ‘কারণ’ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কিন্তু দাম যেই কে সেই! ফলের বাজারের মত গুরুত্বপূর্ণ বাজারে ঢুকতে গেলে একবার ভাবতেই হচ্ছে আমজনতাকে। কেননা কলার দামও ঊর্ধ্বমুখী, আর আম, লিচু, জামের দামও আকাশ ছোঁয়া। সবচেয়ে উল্লেখযোগ্য লিচুর দাম। 

যে লিচু বাজারে যখন প্রথম এল তখন ছিল ১৫০ টাকা কেজি। আর বর্তমানে সেই লিচুই ৪০০ টাকা কেজি। শুনতে অবাক লাগলেও, বাস্তব এখন এটাই।

কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে, চাষীরা নাকি আমের দাম পাচ্ছেন না বলে আম ফেলে দিচ্ছেন। অথচ বাজারে চোখ রাখলে দেখা যায় আম এখনও ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ল্যাংড়া আম আবার ৮০ টাকা কেজি দরে। 

বাকি ফলের বাজার দরও একই রকম। এই ফল শিশু-বয়স্কদের জন্য খুবই প্রয়োজনীয়। অথচ এই সময় তা জোগাড় করতেও রীতিমত দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে মধ্যবিত্ত।