দামের ভারে কি তবে ‘ফলবিহীন’ বিপত্তারিণী?

প্রথমে বলা হচ্ছিল প্রবল গরম, তাই ফলের দাম বাড়ছে। আর এখন পরিবেশ ঠান্ডা হলেও উপায় নেই কোনও। কারণ দাম যেই কে সেই! ফলের বাজারের মত গুরুত্বপূর্ণ বাজারে ঢুকতে গেলে কপালে চিন্তার ভাঁজ বেড়ে যাচ্ছে ক্রেতাদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fruit market

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ পেরিয়ে যাচ্ছে অম্বুবাচি। আর কালই রয়েছে বিপত্তারিণী পুজো। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর যেকোনও পুজো অনুষ্ঠানে ফলের প্রয়োজন সবার আগে। কিন্তু বর্তমানে ফলের বাজারে চলছে দামের আগুন। কলা থেকে আম, জাম থেকে কাঁঠাল, সবে চড়েছে মূল্যবৃদ্ধির পারদ। আর স্বভাবতই মাথায় হাত গৃহিণীদের।

কিছুদিন আগে কারণ ছিল প্রবল গরম, তার আগে কারণ ছিল রমজান মাস, আর এবার কারণ অম্বুবাচি, বিপত্তারিণী। ‘কারণ’ প্রতিনিয়ত পরবর্তিত হচ্ছে। কিন্তু দাম যেই কে সেই! ফলের বাজারের মত গুরুত্বপূর্ণ বাজারে ঢুকতে গেলে কপালে চিন্তার ভাঁজ বেড়ে যাচ্ছে। আর যে সব বাড়িতে পুজো হয়, তাদের আরও দুর্বিষহ অবস্থা। বাড়ির পুজো করতেই হবে, আর এদিকে ফলের চড়া দাম।

আজকের ফলের দাম –

হিমসাগর আম – ৭০ টাকা কেজি

ল্যাংড়া আম – ৮০ – ১০০ টাকা কেজি

লিচু – ৪০০ টাকা কেজি

জাম – ৮০ – ১০০ টাকা কেজি

কাঁঠালি কলা – ৮০ টাকা ডজন

কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে, চাষীরা নাকি আমের দাম পাচ্ছেন না বলে আম ফেলে দিচ্ছেন। অথচ বাজারে এখন চিত্রটা একেবারে আলাদা। এই দাম দিয়েই মানুষকে কিনতে হচ্ছে আম। আর এক্ষেত্রেও সরকার চুপ!