নিজস্ব সংবাদদাতাঃ টোকিওর হানেদা বিমানবন্দরে এ-৩৫০ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কর্তৃপক্ষকে সহায়তা করতে বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস ও ফরাসি রাষ্ট্রীয় সংস্থা বিএই'র ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল বুধবার অর্থাৎ আজ জাপানে পৌঁছাবে বলে জানা গিয়েছে।
বিইএ বলেছে, "চার বিএই'র ফরেনসিক তদন্তকারী আগামীকাল ঘটনাস্থলে থাকবেন এবং পাঁচজন এয়ারবাস টেকনিক্যাল অ্যাডভাইজার যোগ দেবেন।"
এয়ারবাসের পক্ষ থেকে পৃথক এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের নভেম্বরে উৎপাদনের পর জাপান এয়ারলাইন্সে সরবরাহ করা এমএসএন ৫৩৮ উড়োজাহাজটি রোলস-রয়েস ট্রেন্ট এক্সডব্লিউবি ইঞ্জিন দ্বারা চালিত ছিল। জাপানের কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ৩৬৭ জন যাত্রী এবং ১২ জন ক্রুকে আগুন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।