নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলায় আট ফরাসি নাগরিক নিহত এবং আরও ২০ জন নিখোঁজ রয়েছেন।
ফরাসি জাতীয় পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে কলোনা বলেন, 'আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাতে চাই যে, হামাসের এই সন্ত্রাসী হামলায় আট জন স্বদেশী নিহত হওয়ার জন্য আমরা দুঃখিত এবং গাজার কাছে নিখোঁজ ২০ জন ফরাসি নাগরিকের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজদের মধ্যে অন্তত একটি শিশু রয়েছে, তবে নিখোঁজদের মধ্যে বেশ কয়েকটি শিশুও থাকতে পারে।'
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ইসরায়েলি কর্তৃপক্ষ হতাহতদের সনাক্ত করণ অব্যাহত রাখায় এই সংখ্যা আরও বাড়তে পারে।' ফ্রান্স এর আগে বলেছিল যে চার জন নাগরিক নিহত এবং ১৪ জন নিখোঁজ রয়েছে।