ভয়াবহ ঘটনা, বিশ্ববিদ্যালয়ের জিমে বোমা বিস্ফোরণ! নিহত ৪, টুকরো টুকরো দেহ

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
মন

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে রবিবারের গণসমাবেশে বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের মারাউইতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

লানাও দেল সুর প্রদেশের গভর্নর মামিনতাল আদিয়ং জুনিয়র বলেছেন, "রবিবারের গণজমায়েত চলাকালে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমনেসিয়ামে 'সহিংস বোমা হামলা' হয়েছে।" 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক টুইটবার্তায় এই হামলার নিন্দা জানিয়ে একে 'বিদেশি সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত সবচেয়ে জঘন্য' বলে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, 'যেসব চরমপন্থী নিরপরাধ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালায়, তারা সবসময় আমাদের সমাজের শত্রু হিসেবে বিবেচিত হবে।' 

hire