নিজস্ব সংবাদদাতাঃ পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় জাওর্জনোর সোবিস্কি খনিতে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্টেট মাইনিং অফিসের (ডব্লিউইউজি) এক মুখপাত্র।
ডব্লিউইউজি'র মুখপাত্র আনা সুইনিয়ারস্কা-তাদলা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তিনি যে সর্বশেষ তথ্য পেয়েছেন তার ভিত্তিতে খনিতে উদ্ধার অভিযান চলছে।
জানা গিয়েছে, ছয় জন শ্রমিকের একটি দল পাইপ বের করার সময় পাইপ ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ডব্লিউইউজি'র মুখপাত্র আনা সুইনিয়ারস্কা-তাদলা বলেন, "পাইপলাইনটি যখন জল দিয়ে ভরাট করা হচ্ছিল, তখন এটি অনিয়ন্ত্রিতভাবে ফেটে যায়, যার ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।"