নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দুটি ক্যান্টনে প্রচণ্ড বজ্রপাত ও বরফ গলে বন্যা ও ভূমিধসে চারজন নিহত ও দুজন নিখোঁজ রয়েছেন।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রবিবার ভোরে ইতালীয় ভাষাভাষী টিসিনোর আলপাইন ক্যান্টনের প্রত্যন্ত ম্যাগজিয়া উপত্যকায় ভূমিধসে তিনজনের মৃত্যু হয়েছে।
ম্যাগজিয়া উপত্যকার ফন্টানা এলাকা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের শনাক্ত করা হচ্ছে, তবে উপত্যকার লাভিজারা সাইড-আর্ম থেকে আরও একজন নিখোঁজ রয়েছেন বলে টিসিনো কর্তৃপক্ষ জানিয়েছে।
ম্যাগজিয়া উপত্যকায় দুর্যোগ কবলিত এলাকার একটি সেতু ডুবে যাওয়ায় উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে।