নিজস্ব সংবাদদাতাঃ তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপের কাছে একটি অভিবাসী নৌকা ডুবে অন্তত চার অভিবাসী নিহত ও ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা।
তিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গত জুলাই মাসে বলেছিলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত তিউনিসিয়ার উপকূল থেকে ৯০১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উত্তর আফ্রিকার দেশটি এই বছর অভিবাসনের রেকর্ড ঢেউয়ের মুখোমুখি হচ্ছে এবং সাব-সাহারান আফ্রিকা থেকে ইতালির উপকূলে অভিবাসীদের নৌকা ডুবে যাওয়ার ঘন ঘন বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষ ইউরোপে উন্নত জীবনের আশায় তিউনিসিয়া লিবিয়াকে এই অঞ্চলের প্রধান প্রস্থান কেন্দ্র হিসেবে প্রতিস্থাপিত করেছে।