নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ১০০ বছর বয়সে কানেকটিকাটের নিজ বাসভবনে মারা গেছেন। কিসিঞ্জারের মৃত্যুর কারণ উল্লেখ না করে তার পরামর্শদাতা প্রতিষ্ঠান এক বিবৃতিতে একথা জানিয়েছে। সূত্রে খবর, কিসিঞ্জার একজন পণ্ডিত, রাষ্ট্রনায়ক এবং সেলিব্রিটি কূটনীতিক, মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড এম নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের প্রশাসনের সময় এবং পরে পরামর্শদাতা এবং লেখক হিসাবে মার্কিন পররাষ্ট্র নীতির উপর অতুলনীয় ক্ষমতা ছিল। হেইঞ্জ আলফ্রেড কিসিঞ্জার ১৯২৩ সালের ২৭ মে জার্মানির ফার্থে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন ১২ বছর তখন নুরেমবার্গ আইন জার্মানির ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নেয়। নিউইয়র্কের এক আত্মীয়ের পৃষ্ঠপোষকতায় কিসিঞ্জার এবং তার পরিবার জার্মানি ছেড়ে ১৯৩৮ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে চলে আসেন। মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরে তিনি হেনরি হয়েছিলেন।