নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, "সরকার যাই বলুক না কেন, কোনও কিছুই হবে না। আমরা ওবিসি কমিশনের সুপারিশে সংরক্ষণ দিয়েছি।
/anm-bengali/media/media_files/PSzjgIq6Xdmctjyh9e1y.jpg)
সমস্ত মুসলিমরা সংরক্ষণের সুবিধা পায় না কিন্তু যারা পিছিয়ে আছে তারা সেই সুবিধা পায়। প্রধানমন্ত্রীর ভাষাকে জনগণ হালকাভাবে নেয় না এবং প্রিয়াঙ্কা গান্ধী যা বলেছেন তা প্রধানমন্ত্রীর জন্য একেবারে উপযুক্ত জবাব।
/anm-bengali/media/media_files/d2AGNq9k7DgHwohDS9rL.jpg)
প্রধানমন্ত্রীর পদের মর্যাদা ক্ষুণ্ন করার কোনও অধিকার নরেন্দ্র মোদীর নেই। তিনি যা বলেছেন সেটাই তার পরাজয়ের কারণ হবে।"
/anm-bengali/media/post_attachments/0cf820533a48551c07632616c8564f75433e4a9b69b3b0458181e4aec8e61dcb.webp)