নিজস্ব সংবাদদাতা: দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং সিনিয়র আপ নেতা মণীশ সিসোদিয়া বলেছেন, "আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে সম্পূর্ণ বিচার আশা করছি।
আমি সুপ্রিম কোর্ট থেকেও ন্যায়বিচার পেয়েছি। সুপ্রিম কোর্ট তার আদেশে বলেছে যে আমাকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে ১১টার সময় সিবিআই এবং ইডির অফিসে হাজির হতে হবে।
আজ সকালে আমি প্রথমে সিবিআই-এর অফিসে গিয়েছিলাম এবং তারপর ইডি অফিসে গিয়েছিলাম ও উভয়ের আইওদের সঙ্গে দেখাও করেছি।"
#WATCH | Former Delhi Deputy CM and senior AAP leader, Manish Sisodia says "We have full hope from the Supreme Court. I have also got justice from the Supreme Court...The Supreme Court has said in its order that I have to appear before the CBI and ED offices every Monday and… pic.twitter.com/aANyg9CvZG