সুপ্রিম কোর্টের ন্যায়বিচার পেয়েছেন নেতা!

দুর্নীতির তদন্তের বিষয়ে মন্তব্য করলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং সিনিয়র আপ নেতা মণীশ সিসোদিয়া।

author-image
Shroddha Bhattacharyya
New Update
manishsisod.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং সিনিয়র আপ নেতা মণীশ সিসোদিয়া বলেছেন, "আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে সম্পূর্ণ বিচার আশা করছি।

manish sisodiiaa.jpg

আমি সুপ্রিম কোর্ট থেকেও ন্যায়বিচার পেয়েছি। সুপ্রিম কোর্ট তার আদেশে বলেছে যে আমাকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে ১১টার সময় সিবিআই এবং ইডির অফিসে হাজির হতে হবে।

ManishS

আজ সকালে আমি প্রথমে সিবিআই-এর অফিসে গিয়েছিলাম এবং তারপর ইডি অফিসে গিয়েছিলাম ও উভয়ের আইওদের সঙ্গে দেখাও করেছি।"