নিজস্ব সংবাদদাতাঃ আপের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লালকেল্লায় "বাল্মীকি জয়ন্তী শোভা যাত্রায়" অংশ নিয়েছিলেন।
শোভাযাত্রায় তিনি বলেন, "এই পৃথিবীতে যত কবি বেঁচে আছেন, তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন ভগবান বাল্মীকি যিনি মহান গ্রন্থ রামায়ণ রচনা করেছিলেন। ভগবান বাল্মীকির জীবন থেকে আমরা অনেক প্রেরণা পাই। দিল্লিতে আপ সরকার গঠনের পর থেকে আমরা বাল্মীকি সম্প্রদায়ের জন্য একের পর এক অনেক সিদ্ধান্ত নিয়েছি। গতকাল ৬০০-র বেশি সাফাই কর্মীকে স্থায়ী করা হয়েছে। আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে হাজার হাজার সাফাই কর্মচারীকে চিরস্থায়ী করা হয়েছে। এমসিডি-তে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে সাফাই কর্মচারীরা ৬ মাস বেতন পেতেন না। যেহেতু আমাদের সরকার এমসিডিতে ক্ষমতায় এসেছে, আপনার বেতন প্রতি মাসের প্রথম সপ্তাহে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে।"