নিজস্ব সংবাদদাতা: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, "চিরাগ পাসোয়ান বলতেন যে 'ধনী' দলিতদের সংরক্ষণ ত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী মোদি চিরাগের বাবার মূর্তি ছুড়ে ফেলে দিয়েছেন, তার বাড়ি খালি করেছেন, তার দল ভেঙেছেন এবং কাকা-ভাইপোর মধ্যে ঝগড়ার সৃষ্টি করেছেন।
তারপরেও এখন চিরাগ পাসোয়ান প্রধানমন্ত্রী মোদির 'হনুমান' হয়ে উঠেছেন। চিরাগ পাসোয়ানের সংরক্ষণ বা আরএসএস-এর ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞান নেই। তার এইসব জানা উচিত। এই বিষয়ে তিনি তার বাবা রামবিলাসজির বক্তব্য থেকে শিখতে পারেন। রামবিলাসজি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং বহুবার বিজেপিকে 'দাঙ্গাকারী' বলেছিলেন।
চিরাগ পাসোয়ান নির্দোষ। লোকে যা বলে তিনি তাই বিশ্বাস করেন। মোদি ক্ষমতায় থাকলে সংরক্ষণ বিপদে পড়বে। এই বিষয়ে কারোর চোখ-কান বন্ধ করে রাখা উচিত নয়। বিজেপি নেতারা প্রকাশ্যে বলছে যে, আমাদের ৪০০ প্লাস ভোট দাও, আমরা সংবিধান বদলে দেব।"