নিজস্ব সংবাদদাতা: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, "আমরা আইটি নীতি, পর্যটন নীতি, ক্রীড়া নীতি তৈরি করেছি।
বিহারে প্রথমবারের মতো ৫০,০০০ কোটি টাকার বিনিয়োগের মৌ (MOU) স্বাক্ষরিত হয়েছিল। যদি বিজেপি এটাকে 'জঙ্গলরাজ' বলে তবে আমার কিছু বলার নেই।
আমাদের গালাগালি না দিয়ে প্রধানমন্ত্রী বলুক উনি বিহারের জন্য কী করেছেন? প্রধানমন্ত্রী আমাদের ৪টি জিনিস দিয়েছেন। বেকারত্ব, মূল্যস্ফীতি, দারিদ্র্যতা এবং জুমলাবাজি!"