নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: সরস্বতী পুজো উপলক্ষে বেল্যা মহারাজপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় এবং গ্রামবাসীদের সহযোগীতায় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আনন্দপুর ও শালবনির মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শালবনি ২-১ গোলে আনন্দপুরকে হারিয়ে বিজয়ী হয়েছে। ফুটবল খেলার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সঙ্গে ৪০ ঊর্ধ্ব প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ খেলা পরিচালনা করেন রাজ্য স্তরের বিশিষ্ট রেফারী গুরুদাস মন্ডল। উক্ত ফুটবল খেলায় অতিথি সিহেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা অঞ্জনা মাহাত। তিনি জানান, গ্রাম বাংলায় খেলার রাজা ফুটবল খেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি আরও ভালো খেলা উপহার দেওয়া জন্য খেলোয়াড়দের বলেন।