মশা মারতে কামান দাগা!

টানা বৃষ্টিতে মশার দাপট যে শুধু এ বঙ্গে বেড়েছে তা নয়, মশার প্রভাব দেখা যাচ্ছে কর্ণাটকেও। তাই ডেঙ্গির প্রভাব কমাতে তৎপর প্রশাসন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
35d9d802-03a9-4fa4-b802-6c4c8bad29a2 (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: না কোনও তুচ্ছ কাজ নয়। বরঞ্চ ভালো কাজের জন্যেই চলছে এই অভিযান। টানা বৃষ্টিতে মশার দাপট যে শুধু এ বঙ্গে বেড়েছে তা নয়, মশার প্রভাব দেখা যাচ্ছে কর্ণাটকেও। তাই ডেঙ্গির প্রভাব বাড়ার আগেই সজাগ প্রশাসন।

কর্ণাটকের কালাবুর্গীতে দেখা গেল ডেঙ্গুর প্রভাব রোধ করতে ফগিং ড্রাইভ শুরু হয়েছে সেখানে। সিটি কর্পোরেশনের কমিশনার ভুবনেশ পাটিল জানিয়েছেন, "গত দুই সপ্তাহ ধরে, শহরে লাগাতার বৃষ্টি হয়েছে এবং জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। আমরা ইতিমধ্যেই নিবিড় ফগিং ড্রাইভ শুরু করেছি, বিশেষ করে নিচু ও বস্তি এলাকায়। স্বাস্থ্য বিভাগ এবং আমাদের আধিকারিকদের লার্ভা জরিপ চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া চলছে। আমি সমস্ত নাগরিকদের কাছে দুই বা তিন দিনের বেশি জল সংরক্ষণ না করার জন্য অনুরোধ করছি"।