নিজস্ব সংবাদদাতাঃ টানা বৃষ্টিতে নেপালজুড়ে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে ২০ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে সরকার। শুধু কাঠমান্ডু, ভক্তপুর ও ললিতপুর নিয়ে গঠিত কাঠমান্ডু উপত্যকায় ঢালে জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে একদিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বাগমতী প্রদেশের পাঁচটি ভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯ জন এবং কোশি প্রদেশে ৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেশজুড়ে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন, হেলিকপ্টার, মোটরবোট এবং অন্যান্য সম্ভাব্য উপায়ে উদ্ধার অভিযান চলছে।
কাঠমান্ডু ভ্যালি পুলিশ অফিসের এসএসপি বিনোদ ঘিমির জানিয়েছেন, ২৪ ঘণ্টায় কাঠমান্ডুতে ১১ জন, ললিতপুরে ১৮ জন এবং ভক্তপুরে ৫ জনের মৃত্যু হয়েছে।
নেপাল সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স (এপিএফ) ও নেপাল পুলিশ উপত্যকার বিভিন্ন স্থান থেকে ১৪১৫ জনকে উদ্ধার করেছে।
নেপাল সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) কর্মীরা আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে আনতে জিপ-লাইন উদ্ধার এবং দীর্ঘ লাইন উদ্ধার কৌশল ব্যবহার করে। নেপালের কোশি প্রদেশের মুখ্যমন্ত্রী হিকমত কুমার কারকি ক্রমবর্ধমান জলস্তরের পরিস্থিতি পর্যালোচনা করতে সুপলের কোশি ব্যারেজ পরিদর্শন করেছেন।