ধেয়ে এল পরপর ৫টি রকেট, দেশের সামরিক ঘাঁটিতে হামলা!

ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রবিবার ইরাকের জুমার শহর থেকে উত্তর-পূর্ব সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটি রকেট ছোঁড়া হয়।

ফেব্রুয়ারির শুরু থেকে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ করার পর থেকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে এটিই প্রথম হামলা।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার একদিন পর এই হামলার ঘটনা ঘটল।

Add 1

দুটি নিরাপত্তা সূত্র ও এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার জুমার সীমান্তবর্তী শহর জুমার এলাকায় একটি ছোট ট্রাকের পেছনে লাগানো একটি রকেট লঞ্চার পার্ক করা ছিল।

ওই সেনা কর্মকর্তা বলেন, 'যুদ্ধবিমান আকাশে ওঠার সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায়।'