নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার শাংলার বেশাম শহরে আত্মঘাতী হামলায় পাঁচ চীনা নাগরিক নিহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/6nGxmGJ2pjoP59I8IphE.jpg)
মালাকান্দ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বলেন, 'হামলাকারীদের বিস্ফোরক ভর্তি গাড়িতে চীনা নাগরিকরা ভ্রমণ করছিল। ওই চিনা নাগরিকরা ইসলামাবাদ থেকে দাসু ক্যাম্পে যাচ্ছিলেন। হামলায় গাড়ির চালক আহত হয়েছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
আঞ্চলিক পুলিশ প্রধান মোহাম্মদ আলী গান্দাপুর জানিয়েছে, 'হামলায় পাঁচ চীনা নাগরিক ও তাদের পাকিস্তানি গাড়িচালক নিহত হয়েছেন।'