নিজস্ব সংবাদদাতা: মূল্যবৃদ্ধির আঁচে জ্বলছে সবজি। তবে বর্ষার মরশুম আসতেই দাম কমল মাছের। অন্তত অভাবের বাজারে এই স্বস্তির খবর।
অনেকেই মজার ছলে বলছেন, যারা নিরামিষাশী রয়েছেন, তাদের এবার সময় এসেছে ভোলবদলের। কেননা সবজি অত দাম দিয়ে কেনার থেকে ভালো মাছে-ভাতে থাকা।
বাজারে আসতে শুরু করেছে ইলিশ। এবার তার দামও কমছে। ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা কেজি দরে। অন্যদিকে, ছোট বাজারগুলিতে ৩৫০-৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকা কেজি দরে।
শুধু ইলিশ নয়, দাম কমেছে রুই মাছেরও। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। তবে কাতলার দাম একটু চড়া। প্রতি কেজি হিসেবে দাম পড়ছে ৩৫০-৪০০ টাকার মধ্যে।
অতএব মাছের দাম দেখে বোঝাই যাচ্ছে। কিছু মাত্রায় দাম কমেছে মাছের; যা বাঙ্গালির কাছে খানিকটা স্বস্তির খবর।