প্রথম কবে বাংলায় কালী পুজো হয়েছিল! কে প্রতিষ্ঠা করেন কালী পুজোর

শোনা যায়, এক তান্ত্রিক প্রথম কালী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করেন প্রথম।

author-image
Tamalika Chakraborty
New Update
Kali

নিজস্ব সংবাদদাতা: কালী পুজো করার অর্থ হল শক্তির আরাধনা করা। বাঙালিদের মধ্যে  একটি প্রচলিত রয়েছে, কালী মায়ের নাম নিয়ে বের হলে রাস্তায় কোনও বাধা বিপত্তি হয় না। কালী পূজার কালী শব্দটি কাল শব্দের স্ত্রীর রূপ, যার অর্থ হল কৃষ্ণ বর্ণ বা গুরু বর্ণ।  জানা যায়, নবদ্বীপের এক তান্ত্রিক  কালী মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করেছিলেন প্রথম। যদিও তার আগে থেকে বাংলায় কালীপুজো হতো। তবে তাম্র পটে বা খোদাই করে কালীর মূর্তি এঁকে কালী মায়ের সাধনা করা হতো। অষ্টাদশ শতাব্দীতে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন। শোনা যায়, ঊনবিংশ শতাব্দীতে  বিভিন্ন জমিদার বাড়ির পৃষ্টপোষকতায় কালী পুজো হতো। বর্তমানে কালী পুজো সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। 

তবে দুর্গা পুজোর পর যে অমাবস্যা রয়েছে, তখন শুধু কালী পুজো করা হয় না। এছাড়াও মাঘ মাসে রটন্তি কালীপূজা এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপূজা ধুমধাম করে অনুষ্ঠিত করা হয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যায় এছাড়াও বিভিন্ন সিদ্ধ অমাবস্যায় এছাড়াও বিভিন্ন সিদ্ধ পিঠে প্রতিদিন এবং প্রতি শনি ও মঙ্গলবার মা কালী পূজার প্রচলন দেখা যায়।