নিজস্ব সংবাদদাতা: গত ১৩ মে, চতুর্থ দফায় নির্বাচন হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। শান্তিপূর্ণ ভোট একেবারেই হয়নি এই কেন্দ্রে। দফায় দফায় এসেছিল অশান্তির খবর। এমনকি মন্তেশ্বরে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। আর এবার ভোট মিটতেই ঘটে গেল মর্মান্তিক মৃত্যু।
মন্তেশ্বরের ১৬৮ নং বুথের বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সকালে তাঁর বাড়ির গোয়াল ঘরের সামনে থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপির দাবি, তৃণমূলের কর্মীরা তাঁকে খুন করে ঝুলিয়ে দেয়। কেননা যে উচ্চতায় তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেই উচ্চতায় কোনও মানুষ উঠে আত্মহত্যা করতে পারে না। এটা খুনের ঘটনা।
অন্যদিকে, তৃণমূলের দাবি, এটা কোনও প্রকারেরই খুনের ঘটনা নয়। পারিবারিক চাপের জেরে আত্মঘাতী হয়েছেন অভিজিৎ রায়। আপাতত, এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বরে। ইতিমধ্যেই থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপির কর্মী সমর্থকেরা।