নিজস্ব সংবাদদাতা: ২১শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সময় কলকাতার সম্মানীয় মহানাগরিক ফিরহাদ হাকিম বলেছেন, "তৃণমূল কংগ্রেস এমনি এমনি সরকারে আসেনি। তৃণমূল কংগ্রেস শুধু মিছিল-মিটিং করে বামফ্রন্টকে সরকার থেকে দূর করেনি।
/anm-bengali/media/media_files/4sLIYevyKxS4ojXRCmdY.jpg)
এই দল আমাদের কারোর কাছে অভিলাষের বস্তু নয়। এই দল বিলাসিতার নয়, নিজেকে জাহির করার বস্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করা।
/anm-bengali/media/media_files/RqO77tScmTJAfvy1zVAW.jpg)
২৬ দিন অনশন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। আর কিছুক্ষণ দেরি হলে তিনি আমাদের মধ্যে থাকতেন না।"
/anm-bengali/media/post_attachments/a1c86cb32e8a1a8f14254e3ed09d16f75ee223696be6b9e39fa653dc6456d2aa.webp)