নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, দুর্গম ভাসানচর দ্বীপের একটি ক্যাম্পে গ্যাস লিকেজ থেকে লাগা অগ্নিকাণ্ডে আট রোহিঙ্গা আহত হয়েছেন।
নোয়াখালীর ভাসানচরের পুলিশ প্রধান কাওসার আলম ভূঁইয়া জানান, গুচ্ছগ্রামের একটি বাড়িতে আগুন লেগে আংশিক দগ্ধ আট শরণার্থীকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।
বাংলাদেশ ২০২০ সালের শেষ দিক থেকে কক্সবাজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলার সীমান্ত ক্যাম্প থেকে প্রায় ৩২ হাজার মানুষকে ভাসানচরে স্থানান্তর করেছে।