নিজস্ব সংবাদদাতা: আজ বদলি শিল্প এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ৮টি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যায়।
/anm-bengali/media/media_files/gO6udksvh6Z6YCyCvSqd.jpg)
ঘটনাস্থলে স্থানীয় পুলিশের দলও উপস্থিত রয়েছে।
/anm-bengali/media/media_files/qiYwNWXCw1wtENunXn94.jpg)
এখনও পর্যন্ত কোনও আহত/নিহতের খবর পাওয়া যায়নি। ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।