নিজস্ব সংবাদদাতা: বেহালার বিএল সাহা রোডে একটি গুদামে আগুন লাগে গতকাল রাত ২টো নাগাদ। কিন্তু আগুনের তীব্রতা এতোটাই বেশি যে এখনও সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি।
রাত ২টো নাগাদ গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেওয়া হয়। দমকলের রাতভরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। আজ সকালে দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় কাগজ, প্লাস্টিক, ফাইবারের মত দাহ্য পদার্থ ঠাসা গুদামে অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রণে আনা মুশকিল হচ্ছে দমকল বাহিনীর। ফলে লাগাতার কালো ধোঁয়া বেরতে দেখে এলাকাতেও আতঙ্ক ছড়িয়েছে।