নিজস্ব সংবাদদাতা: মণিপুরের ঘটনায় গত ৭ অগস্ট প্রায় ৩৬ পাতার নির্দেশাবলী দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে নতুন কমিটি তৈরির পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ের ওপর জোর দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর সেখানেই উল্লেখযোগ্য ভাবে প্রকাশ্যে এসেছে এফআইআর দায়ের-এর সংখ্যা। যা সত্যিই চমকে দেওয়ার মত।
যা জানা যাচ্ছে, মে থেকে জুলাই পর্যন্ত প্রায় ৬,৫২৩টি FIR নথিভুক্ত করা হয়েছে। মণিপুর সরকার বলেছে যে তারা মামলাগুলির তদন্তের জন্য ৪২টি সিট গঠন করবে। কেন্দ্র আদালতকে অবহিত করেছে যে যৌন সহিংসতা সম্পর্কিত ১১টি এফআইআর সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই মামলার পরবর্তী শুনানি ১৩ অক্টোবর।