নিজস্ব সংবাদদাতাঃ লিবিয়ার একটি পার্বত্য শহরে সংঘর্ষের ফলে আটজন নিহত হয়েছে বলে জানিয়েছেন পৌর কাউন্সিলের এক সদস্য ও আরেক বাসিন্দা।
ত্রিপোলি থেকে ৯০ কিলোমিটার (৫৬ মাইল) দক্ষিণে ঘারিয়ানে সপ্তাহান্তে গৃহযুদ্ধে পূর্বাঞ্চলীয় বাহিনীর সঙ্গে মিত্রতা করা এক স্থানীয় কমান্ডার এবং সরকারের সঙ্গে জোটবদ্ধ অন্যান্য যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পৌর পরিষদের সদস্য মুনা আল-মুকদাম জানান, প্রাথমিক সংঘর্ষে দুইজন নিহত হলেও পরে শহরের তিনটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
ত্রিপোলির জাতীয় ঐক্য সরকারের প্রধান প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহ ঘারিয়ানের আশেপাশে 'নিষিদ্ধ গোষ্ঠীগুলোকে' প্রতিহত করতে একটি অপারেশন রুম গঠন করেছেন।