FIDE Chess World Cup Final: আজকের দিন হতে পারে প্রজ্ঞাননন্দেরও!

দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় রাউন্ডে ম্যাগনাস কার্লসেনের সামনে লড়াইয়ে নামবেন প্রজ্ঞাননন্দ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (4) (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: চাঁদ ছোঁয়ার পথে চন্দ্রযান ৩। বুধবার ভারতীয় সময় সন্ধ্যে ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা ইসরোর স্বপ্নের যানের। এই একই দিনে নতুন ইতিহাস গড়া হতে পারে দাবাতেও।

যা জানা যাচ্ছে, দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় রাউন্ডে ম্যাগনাস কার্লসেনের সামনে লড়াইয়ে নামবেন ভারতের আর প্রজ্ঞাননন্দ। আর জিতলেই বিরল নজির গড়বেন তিনি। বিশ্বনাথন আনন্দের ২১ বছর পর ফের কোনও ভারতীয় হিসাবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে এই নজির গড়বেন প্রজ্ঞাননন্দ। সন্ধ্যে ৬টা ৪ মিনিটের আগেই এই খেলা অনুষ্ঠিত হবে ভারতীয় সময় বুধবার বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ। আজেরবাইজানের বাকুতে অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল ম্যাচ। আর সেদিকেও নজর থাকবে গোটা দেশের।