নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের সময়ে রেল কর্তৃপক্ষ ভিড় এড়াতে এবং যাত্রীদের সুবিধার জন্য কিছু বিশেষ ট্রেনের ব্যবস্থা করে থাকে। এবার বড়দিনের ছুটিতেও তার ব্যতিক্রম হয়নি।
সূত্র মারফত জানা গিয়েছে যে, হাওড়া ডিভিশনে গোঘাট থেকে হাওড়াগামী ট্রেন ভোর ৫ টা বেজে ১০ মিনিটে ছাড়বে তারপর সেটি ৬ টার সময়ে তারকেশ্বরে থামবে এবং ফের ৬ টা বেজে ৫৫ মিনিটে শেওড়াফুলিতে থামবে এবং সকাল ৭ টা বেজে ৪০ মিনিটে হাওড়াতে পৌঁছবে। ফের সেই ট্রেনটাই বিকেল ৫ টা বেজে ৩৫ মিনিটে হাওড়া থেকে রওনা দেবে এবং বিকেল ৬ টা ৬ নাগাদ শেওড়াফুলিতে থামবে, এরপরে সন্ধ্যে ৭ টা ১৩ মিনিটে তারকেশ্বরে এসে থামবে এবং ফের রাত ৮ টা বেজে ৫ মিনিটে গোঘাট স্টেশনে পৌঁছবে।
হাওড়া ডিভিশনের বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেন সকাল ৫ টা বেজে ২০ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছাড়বে। এরপরে সেটি ৬ টা বেজে ৩৫ মিনিটে ব্যান্ডেলে থামবে এবং ফের ৭ টা বেজে ৪০ মিনিটে হাওড়া পৌঁছবে। সেই ট্রেনটিই আবার বিকেল ৫ টা বেজে ১৫ মিনিটে হাওড়া থেকে রওনা দিয়ে বিকেল ৬ টা বেজে ১৫ মিনিটে ব্যান্ডেলে থামবে এবং সন্ধ্যে ৭ টা বেজে ৪০ মিনিটে ফের বর্ধমান পৌঁছবে।
হাওড়া ডিভিশনের কাটোয়া থেকে হাওড়াগামী ট্রেন সকাল ৫ টা বেজে ২০ মিনিটে কাটোয়া স্টেশন থেকে ছাড়বে। এরপরে সেটি ৭ টা বেজে ৩০ মিনিটে ব্যান্ডেলে থামবে এবং ফের ৮ টা বেজে ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে। সেই ট্রেনটিই আবার বিকেল ৫ টা বেজে ২০ মিনিটে হাওড়া থেকে রওনা দিয়ে বিকেল ৬ টা বেজে ২০ মিনিটে ব্যান্ডেলে থামবে এবং সন্ধ্যে ৮ টা বেজে ৩০ মিনিটে ফের কাটোয়া পৌঁছবে।
শিয়ালদহ ডিভিশনে কৃষ্ণনগর থেকে শিয়ালদহগামী ট্রেন ভোর ৫ টা বেজে ৩৫ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। সেটি আবার ৬ টা বেজে ১০ মিনিটে রানাঘাটে থামবে এবং ফের ৬ টা বেজে ৫৫ মিনিটে বারাসাতে থামবে এবং সব শেষে সকাল ৮ টায় শিয়ালদহ স্টেশনে পৌঁছবে। সেই ট্রেনটিই আবার শিয়ালদহ থেকে বিকেল ৫ টা বেজে ৫ মিনিটে ছাড়বে এবং ৬ টা বেজে ১১ মিনিটে বারাসাতে থামবে, এরপরে ৬ টা বেজে ৫৭ মিনিটে রানাঘাট হয়ে ফের এটি সন্ধ্যে ৭ টা বেজে ৩০ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছবে।
আবার, বনগাঁ থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়বে ভোর ৫ টা বেজে ৫৫ মিনিটে এবং সেটি ৭ টায় বারাসাতে থামবে এবং ফের ৭ টা বেজে ৪৫ মিনিটে শিয়ালদহতে পৌঁছবে। সেই ট্রেনটিই আবার ৫ টা বেজে ৩২ মিনিটে শিয়ালদহ থেকে রওনা দিয়ে সন্ধ্যে ৬ টা বেজে ১৯ মিনিটে বারাসাতে থামবে এবং সন্ধ্যে ৭ টা বেজে ৩০ মিনিটে বনগাঁ পৌঁছবে।
নামখানা থেকে শিয়ালদহগামী ট্রেন ভোর ৫ টা বেজে ১০ মিনিটে নামখানা থেকে চছাড়বে এবং ৬ টা বেজে ৬ মিনিটে লক্ষ্মীকান্তপুরে থামবে এবং ৭ টা বেজে ৫০ মিনিটে দক্ষিণ শিয়ালদহ স্টেশনে পৌঁছবে। ফের সেই ট্রেনটিই সন্ধ্যে ৬ টা বেজে ৭ মিনিটে সেই স্টেশন থেকে রওনা দেবে এবং ৭ টা বেজে ৪৩ মিনিটে লক্ষ্মীকান্তপুরে থামবে এবং ফের ৮ টা বেজে ৩৫ মিনিটে নামখানাতে পৌঁছবে।
আবার ক্যানিং থেকে শিয়ালদহগামী তট্রেন সকাল ৬ টা বেজে ২০ মিনিটে ক্যানিং থেকে ছাড়বে এবং ৭ টা বেজে ৫ মিনিটে সোনারপুরে থামবে এবং শেষে ৭ টা বেজে ৩৫ মিনিটে দক্ষিণ শিয়ালদহ স্টেশনে পৌঁছবে। ফের সেই ট্রেনটিই সন্ধ্যে ৬ টা বেজে ২০ মিনিটে সেই স্টেশন থেকে রওনা দেবে এবং ৬ টা বেজে ৫২ মিনিটে সোনারপুরে থামবে এবং ফের ৭ টা বেজে ৩৫ মিনিটে ক্যানিং পৌঁছবে।