নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠান, একটি জানাজা ও একটি হাসপাতালে সমন্বিত হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
বোর্নো রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক বারকিন্দো সাইদু বলেন, "উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গোজায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে প্রথম বোমা হামলাকারীর বিস্ফোরণ ঘটে।"
সাইদু বলেন, 'কয়েক মিনিট পর জেনারেল হাসপাতালের কাছে আরেকটি বিস্ফোরণ ঘটে এবং শেষকৃত্যে থাকা তৃতীয় হামলাকারী শোকের ছদ্মবেশে ছিল। নিহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।'