না ঠান্ডা না গরম, অদ্ভুত পরিস্থিতি ফেব্রুয়ারিতেই

বৃষ্টি হলেও যে তাপমাত্রা ফের একবার নামবে এমনটা এখনই বলা যাচ্ছে না।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fog-covers-howrah-on-dec-28-2016-487125.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঠান্ডার অনুভূতি কম, কিন্তু রয়েছে মেঘ ও কুয়াশার দাপট। আজ প্রায় সারাদিনই আকাশ মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। থাকবে অস্বস্তিজনক গরমও। কেননা ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী কয়েকদিন এর প্রভাব থাকবে বঙ্গে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও যে তাপমাত্রা ফের একবার নামবে এমনটা এখনই বলা যাচ্ছে না।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই জানা যাচ্ছে।