Delhi Chalo: কেন্দ্রের প্রতি ক্ষুব্ধ কৃষক সংগঠন

কেন্দ্রের প্রতি তুমুল ক্ষোভ প্রকাশ করলো কৃষক সংগঠন। তারা জানিয়েছে যে কৃষকদের প্রতি কেন্দ্রের এই দৃষ্টিভঙ্গি একেবারেই গ্রহণযোগ্য নয়।

author-image
Shroddha Bhattacharyya
New Update
tg543

নিজস্ব সংবাদদাতা: মোদী সরকারের তুমুল সমালোচনা করলো কৃষক সংগঠন ভারতীয় কিসান সঙ্ঘ। তাদের দাবি, কৃষকেরা যখন শান্তিপূর্ণ ভাবে দিল্লি পৌঁছে সমস্যার কথা তুলে ধরতে চাইছেন, সরকার সেই ভাবনাকে গুরুত্ব দিতে রাজি নয়। সরকার কৃষকদের কথা একেবারেই ভাবতে নারাজ। সরকারের এমন দৃষ্টিভঙ্গিকে কোনোভাবেই মেনে নিতে রাজি নন কৃষক সংগঠনের সদস্যরা। তারা আশঙ্কা করছে যে এই আন্দোলন থেকে হিংসা ছড়াতে পারে।
গত কাল পাঞ্জাব ও হরিয়ানার সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে হরিয়ানার বিজেপি সরকারের পুলিশের। কৃষকদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয়েছে কাঁদানে গ্যাস। পঞ্জাব ও হরিয়ানার সীমানায় বসে থাকা কৃষকেরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের 'দিল্লি চলো যাত্রা' স্থগিত রেখে আন্দোলনের বিভিন্ন কর্মসূচীর কথা ঘোষণা করেছে। ২৯ তারিখ একটি সভায় দিল্লি অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।
প্রসঙ্গত, কৃষকদের প্রতি আজ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সমর্থন জানিয়েছেন।

Add 1

Ad3

Ad 2

Addd 3