নিজস্ব সংবাদদাতা: তৃতীয় দফার নির্বাচন চলছে। নির্বাচনের সময় ভুয়ো ভোটারের নাম বাংলার মানুষ শুনতে শুনতে অভ্যস্ত। তবে এবার আর ভুয়ো ভোটার না, বাংলা স্বাক্ষী থাকল ভুয়ো এজেন্টেরও।
ডোমকলে ভুয়ো এজেন্টকে গ্রেফতার করল পুলিশ। মোহাম্মদ সেলিম ভুয়ো এজেন্টের খবর পেয়ে ছুটে যান ওই বুথে। তারপরেই গ্রেফতার করা হয় এজেন্টকে।
West Bengal | lok sabha election 2024 | Domkal