নিজস্ব সংবাদদাতা: কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। গতকাল রাতে চৌরঙ্গি এলাকায় হানা দিয়ে ট্রান্সলিঙ্কস নামে ওই সংস্থা থেকে ৫ মহিলা-সহ ৪০ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা শাখা।
যা জানা যাচ্ছে, প্রতারকদের মূল টার্গেট ছিলেন অস্ট্রেলিয়ার নাগরিকরা। ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করত প্রতারকরা। এরপর পরিষেবা দেওয়ার নামে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে টাকা হাতিয়ে জমা করে রাখত বিদেশি ব্যাঙ্কে। তারপর সেই টাকা ভারতীয় টাকায় রূপান্তর করে নিজেদের মধ্যে ভাগ করে নিত ওই অভিযুক্তরা।
মূলত, হাওয়ালার মাধ্যমে অথবা বিট কয়েন বা গিফট কার্ডের মাধ্যমে টাকা লেনদেন হত। এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত খতিয়ে দেখছে পুলিশ।