নিজস্ব সংবাদদাতা: পুলিশি রীতিনীতির কাছে আটকা পড়ল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। গ্রেফতার করা হল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিদের। নিয়ে আসা হচ্ছে লালবাজারে। এদিন সকালেই ভোজেরহাটে আটকে দেওয়া হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। সন্দেশখালি থেকে ৫২ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয় তাঁদেরকে। এরপরই পুলিশি কথা কাটাকাটিতে রাস্তাতেই বসে পড়েন প্রতিনিধিরা। আটকে যায় যান চলাচল।
এরপরই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে গ্রেফতার করার প্রস্তুতি শুরু করে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিনিধিরা।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)