ডেবরা থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির

আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জন্য সুবিধা প্রদান করা হচ্ছে।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ আদিবাসী অধ্যুষিত এলাকায় মানুষজনের পাশে থাকতে উদ্যোগী পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ডেবরা থানার ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল রবিবার। ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আকালপৌষ প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

এদিনের এই শিবিরে মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জন্য এই সুবিধা প্রদান করা হচ্ছে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ডেবরা থানার ওসি প্রণয় রায় সহ অন্যান্যরা। এদিন ৫০ জনেরও বেশী সংখ্যক মানুষ এই পরিষেবা গ্রহণ করেছে। কলকাতার শংকর নেত্রালয়ের সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়। যাদের চশমা প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলেও জানানো হয় এদিন। 

v