বাতিল হয়ে যেতে পারে ৯টা থেকে পাঁচটা কাজের সময়! বাঁধাধরা নিয়মে পরবে ছুটি

৯টা থেকে পাঁচটা কাজ করার মডেলে আর অফিসে কাজ হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছে।

author-image
Tamalika Chakraborty
New Update
,KRTY

নিজস্ব সংবাদদাতা: ফুরিয়ে আসতে চলেছে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাঁধাধরা কাজের সময়। এমনই ভবিষ্যৎবাণী করেছেন বিশেষজ্ঞরা।  সেই সময় এসেছে, যেখানে আর বাঁধাধরা কাজের সময় থাকবে না। নির্দিষ্ট সময়ের জন্য কাজ এবার ইতিহাস পাতায়  জায়গা করে নিতে চলেছে। 

লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা রেড হফ্ম্যান জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে গোটা বিশ্বে অচল হয়ে যাবে ৯টা-৫টা কাজের মডেল। সেই তালিকাতে বহাল তবিয়তে থাকবে ভারতের নাম। ২০৩৪ সালের মধ্যে চাকরিরত কর্মীরা বরাদ্দ সময় মেনে কাজ করার বদলে তাঁদের সুবিধামতো একাধিক চুক্তিতে কাজ করার পথই বেছে নেবেন। কারণ হিসেবে বর্তমান পরিস্থিতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্ত্বা অনেকাংশে দায়ী বলে মনে করছেন তিনি। কর্মক্ষেত্রের মধ্যে নানা সমস্যা এবং ক্রমবর্ধমান চাকরির নিরাপত্তাহীনতাও কাজের এই প্রচলিত ধারায় আমূল পরিবর্তন আনতে ইন্ধন যোগাচ্ছে বলে মত লিঙ্কডইনের প্রতিষ্ঠাতার।