প্রতিবাদী পুজো পরিক্রমাঃ ‘আচারেও আছি, প্রতিবাদেও...', চর্চায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

ষষ্ঠীর সকালে প্রতিবাদী পুজো পরিক্রমা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল্কম

নিজস্ব সংবাদদাতাঃ ‘আচারেও আছি, প্রতিবাদেও আছি’, এই মর্মে স্লোগান লেখা ফ্লেক্স বুকে চিটিয়ে ষষ্ঠীর সকালে অনুগামীদের সঙ্গে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এদিন সকাল থেকে অনুগামীদের সঙ্গে নিয়ে টোটোয় চড়ে একের পর এক মণ্ডপে ঘুরে উৎসবের মাঝেই প্রতিবাদের বার্তা দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। 

আরজি কর থেকে শুরু করে জয়নগর রাজ্যের একের পর এক নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিটা ঘটনার বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন কাতারে কাতারে মানুষ। তারই মাঝে প্রকৃতির নিয়ম মেনে পুজো এসেছে। উৎসবের মাঝেও চলছে প্রতিবাদ। সামিল বিজেপিও। সামিল প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। 

শুধু মণ্ডপে মণ্ডপে ঘুরলেনই না, দর্শনার্থীদের সঙ্গে কথা বললেন। পুজোর মাঝেও বিচারের দাবি যেন ফিকে না হয়, সে কথাও বারবার মনে করিয়ে দিলেন। কলকাতা তো বটেই রাজ্যের নানা প্রান্তের পুজোর থিমে উঠে এসেছে নারী নির্যাতনের কথা। পুজোর থিমে জোরালো হয়েছে প্রতিবাদ। অন্য়দিকে পুজোর মধ্যেই সুবিচারের দাবি, স্বাস্থ্য ক্ষেত্রে একগুচ্ছ সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি আন্দোলনের আঁচ উত্তরবঙ্গেও।