জি ২০ সামিট: রাষ্ট্রপতির নৈশভোজে ডাক পেলেন এই দু’জন

আগামীকাল এই জি-২০ সম্মেলন উপলক্ষ্যে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
111

File Picture

নিজস্ব সংবাদদাতা: সেজে উঠেছে দিল্লি, সেজে উঠেছে ভারত। কেননা ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ সামিট। আগামী দু’দিন অর্থাৎ ৯ ও ১০ তারিখ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আর সেই সম্মেলনের জন্যেই দেশে আসছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানেরা।

আগামীকাল এই জি-২০ সম্মেলন উপলক্ষ্যে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই নৈশভোজে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। থাকবেন বিজেপির মন্ত্রীরা এবং একই সাথে থাকছেন বিজেপি বিরোধীরা। অর্থাৎ বিজেপি বিরোধী নেতৃত্বরাও যোগ দেবেন এই অনুষ্ঠানে। সেই উপলক্ষ্যে আমন্ত্রণ পত্র গিয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচডি দেবগৌড়ার কাছে। তবে মনমোহন সিং-এর কাছ থেকে এই সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া না থাকলেও যা জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার জন্যে তিনি হইতো অংশ নিতে পারবেন না। তবে একই সাথে এইচডি দেবগৌড়াও জানিয়েছেন তিনিও শারীরিক কারণেই নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। অতএব এই দুজনকে আমন্ত্রণ জানালেও তারা কেউই আগামীকাল থাকছেন না বলেই জানা যাচ্ছে।