নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল খেল দুনিয়া থেকে এল দুঃসংবাদ। ইষ্টবেঙ্গল ক্লাবে শোকের ছায়া। ইষ্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৬৬-৬৭ সালে ক্লাবের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল দুনিয়ায়।
যা জানা যাচ্ছে, সকাল ১১টায় ইষ্টবেঙ্গল ক্লাবে নিয়ে আসা হবে এই প্রবীণ ফুটবলারের মরদেহ। সেখানেই ঘন্টা খানেক শায়িত থাকবে তাঁর মরদেহ।
যা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ছ’য়ের দশকে লাল-হলুদ জার্সিতে খেলেন চন্দন বন্দ্যোপাধ্যায়। এর জন্যে ২০১৫-য় ইষ্টবেঙ্গল ক্লাবের তরফে চন্দন বন্দ্যোপাধ্যায়কে জীবনকৃতি সম্মান দেওয়া হয়। সকালে পর্ণশ্রীর বাড়িতে প্রাক্তন ফুটবলারের মরদেহ শায়িত রয়েছে।