ভোট শুরু হতেই ইভিএম গেল জলে! কুলতলীর কর্মকাণ্ড

ভোট শুরু হতেই যদি এই চিত্র থাকে, তাহলে সারাদিনের চিত্র কেমন হবে, তা ভাবাচ্ছে কমিশনকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচন যেন সত্যিই চমকে দেওয়ার মত নির্বাচন হচ্ছে। সকাল থেকেই দফায় দফায় আসছে উত্তেজনা, অশান্তির খবর। ভোট শুরু হতেই যদি এই চিত্র থাকে, তাহলে সারাদিনের চিত্র কেমন হবে, তা ভাবাচ্ছে কমিশনকে।

এবার ভোট শুরু হতেই জলে চলে গেল ইভিএম মেশিন। তা জলে ছুঁড়ে দিলেন বিক্ষোভকারীরা। অভিযোগ, কুলতলী বিধানসভা মেরিগঞ্জ ২ অঞ্চলের ৪০, ৪১ নম্বর বুথে বিজেপি এজেন্টদের যেতে দেওয়া হচ্ছে না। গ্রামের ভিতরে আটকে রাখা হচ্ছে তাঁদের। আর যারা এজেন্ট বসাতে যাচ্ছিল তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। এরপরই ক্ষীপ্ত গ্রামবাসী রেগে অবজার্ভারের গাড়িতে থাকা ইভিএম মেশিন জলে ফেলে দেয়।

WhatsApp Image 2024-06-01 at 08.16.51.jpeg

এক্ষেত্রে পরবর্তীতে নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলে জানা যায়, ৪০, ৪১ নম্বর বুথে যে ভোট চলছিল সেই ভোটের ইভিএম মেশিন জলে ফেলেনি বিক্ষোভকারীরা। অবজার্ভারের গাড়িতে যে রিজার্ভ ইভিএম ছিল, সেটিই তারা জলে ফেলে দেয়। নিশ্ছিদ্র ঘেরাটোপের মধ্যেই দুই বুথে ভোট চলছে।

WhatsApp Image 2024-06-01 at 08.16.51 (1).jpeg

Add 1