নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই কর্মকর্তা বলেছেন, গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর দুই মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজার পুরো জনগোষ্ঠী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছে বলে যে মূল্যায়ন করা হয়েছে তাতে তারা 'গভীরভাবে মর্মাহত'।
ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ও ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জেনেজ লেনারসিক এক বিবৃতিতে বলেন, 'এটি একটি গুরুতর অগ্রগতি এবং প্রাণঘাতী মানবিক বিপর্যয় রোধে পুরো বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে বিপর্যয়কর পরিস্থিতির আরও অবনতি এড়াতে আমাদের জরুরিভিত্তিতে অব্যাহত, দ্রুত, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন মানবিক প্রবেশাধিকার প্রয়োজন। মৌলিক পণ্যগুলোতে প্রবেশাধিকারের অভাব দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি করছে।'