এরিকের নজরে মণিপুর হিংসা!

মণিপুরের ঘটনা নিয়ে বেশ ওয়াকিবহাল এরিক। মণিপুর সহিংসতার বিষয়ে নিজের মত প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রদূত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Eric Garcetti

File Picture

নিজস্ব সংবাদদাতা: এই মুহুর্তে ভারতেই আছেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। দেশের চারিদিকে ঘটে চলা অশান্তির খবর রয়েছে তাঁর কাছেও। সর্বপরি, মণিপুরের ঘটনা নিয়েও বেশ ওয়াকিবহাল এরিক। তাই এবার মণিপুর সহিংসতার বিষয়ে নিজের মত প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রদূত।

তিনি জানিয়েছেন, "আমি মনে করি না এটি কৌশলগত উদ্বেগের বিষয়, এটি মানুষের উদ্বেগের বিষয়৷ এই ধরণের সহিংসতায় শিশু বা ব্যক্তিরা মারা গেলে আপনাকে চিন্তা করার জন্য ভারতীয় হতে হবে না৷ আমরা শান্তির বিষয়টিকে অনেক উঁচু স্থানে রাখি। ভারতের উত্তর-পূর্ব এবং পূর্বে অনেক ঘটনার কথা আমরা শুনেছি। আমরা যেকোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত আছি। আমরা জানি এটি ভারতের বিষয় এবং আমরা শুধু এর জন্যে দ্রুত শান্তির প্রার্থনা করতে পারি। তাতে যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয়, আমরা তা করব”।