নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ২৮ ও ২৯ জানুয়ারি হিঙ্গলগঞ্জের সাহেবখালি নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়ে একটি ওয়ার্কশপ কাম মডেল প্রদর্শনীর আয়োজন করে। জানা গিয়েছে, কর্মশালা কাম মডেল প্রদর্শনীতে হিঙ্গলগঞ্জ ও এর আশেপাশের ২৫টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে ডাঃ কল্যাণ রুদ্র, চেয়ারম্যান, ডাব্লুবিপিসিবি উপস্থিত ছিলেন। তিনি বলেন, 'আমাদের বর্তমান জীবনযাত্রা পরিবেশের ওপর ব্যাপক প্রভাব ফেলছে। ভারত সরকারের দেওয়া তালিকায় আমাদের দেশের ১৩১টি শহরের নাম উল্লেখ করা হয়েছে যেগুলো বেশিরভাগই দূষিত, যার মধ্যে কলকাতা, হাওড়া, দুর্গাপুর এবং আসানসোলের নাম পাওয়া গেছে।' ডঃ রুদ্রের মতে, শীতকালে বাতাসের গুণমান খারাপ হয়ে যায় এবং ফলস্বরূপ শ্বাস-প্রশ্বাসের অযোগ্য হয়ে পড়ে। এই দূষিত বায়ু নবজাতক থেকে বৃদ্ধ সকলকে প্রভাবিত করতে পারে। তিনি আরও বলেন, "আমাদের দেশের প্রায় ৩০০টি নদী শহর থেকে নিষ্কাশিত বর্জ্য দ্বারা দূষিত হয়েছে যেখানে আমরা পশ্চিমবঙ্গের আরও ১০টি নদীর নামের পাশাপাশি গঙ্গা নদীর নামও খুঁজে পেয়েছি।"
এছাড়া, তিনি 'মিশন লাইফ'-এর সাতটি থিম সম্পর্কেও বক্তব্য রাখেন এবং আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনার এবং আগামীদিনে আমাদের পরিবেশকে আরও ভালোভাবে বাঁচানোর আহ্বান জানান।