বড় খবরঃ অপরিবর্তিত রেপো রেট-বাড়ছে না EMI-র বোঝা! দুর্গাপুজোর খুশি দ্বিগুণ করল RBI

বড় খুশির খবর দিল আরবিআই।

author-image
Aniruddha Chakraborty
New Update
kn

নিজস্ব সংবাদদাতাঃ দ্বিগুণ হল দুর্গাপুজোর আনন্দ। উৎসবের মরশুমে বড় ঘোষণা দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ফের অপরিবর্তিত রাখা হল রেপো রেট। এই নিয়ে টানা দশমবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট অপরিবর্তিত রাখায় ব্যাঙ্কগুলোও তাদের সুদের হার বৃদ্ধি করবে না। ফলে চাপ বাড়বে না মধ্যবিত্ত সাধারণ মানুষের।

বুধবার অর্থাৎ আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, "আরবিআই ফের একবার ৬.৫ শতাংশেই রেপো রেট অপরিবর্তিত রাখছে। ৬ সদস্য়ের মনিটারি কমিটির ৫ সদস্যই  রেপো রেট অপরিবর্তিত রাখার সপক্ষে ভোট দেন। তিনদিনের বৈঠকের পর দেশের শীর্ষ ব্যাঙ্কের রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

আরবিআই-র তরফে জানানো হয়েছে, দেশের অর্থনৈতিক বৃদ্ধি জারি রাখতে ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষবার ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রেপো রেট পরিবর্তন করা হয়েছিল।

প্রসঙ্গত, যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক দেশের অন্যান্য ব্যাঙ্ক-কে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। আর যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে। রেপো রেট বৃদ্ধি হলে ব্যাঙ্কগুলোও তাদের সুদের হার বৃদ্ধি করে।