নিজস্ব সংবাদদাতা: ভোট পরবর্তী হিংসা নিয়েই চিন্তিত ছিল নির্বাচন কমিশন। এরাজ্যে ভোট পরবর্তী হিংসা নতুন কিছু নয়। যাতে সেই মাত্রা বেশি না হয়ে যায়, সেটাই ভাবাচ্ছিল কমিশনকে। তাই এবার তড়িঘড়ি অ্যাকশনও নিল কমিশন।
ভোট পরবর্তী হিংসায় বলি এক। মন্তেশ্বরে ঝুলন্ত দেহ উদ্ধার হল বিজেপির পোলিং এজেন্টের। যা নিয়ে ফের সরগরম মন্তেশ্বর। তাঁকে খুন করেছে তৃণমূলের কর্মীরা, এমনই দাবি করেছেন বিজেপির কর্মীরা। আর এবার সেই মামলার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণার পূজালিতে এবং উত্তর ২৪ পরগণার শাসনেও দেখা গেছে উত্তেজনা, সংঘর্ষের ছবি। যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কমিশন। এই দুই জায়গারও রিপোর্ট তলব করেছে তারা। এবারে প্রথম থেকেই নির্বাচন কমিশন সক্রিয় ভূমিকা পালন করছে। চটজলদি অ্যাকশন নিচ্ছে তারা। শেষ চার দফাতেই দেখা গেছে এই চিত্র। আর এবার ভোট পরবর্তী হিংসাতেও দেখা গেল তাঁদের ভূমিকা।