নিজস্ব সংবাদদাতা: হাতে গোনা আর কয়েকঘন্টা, তারপরই শুরু হয়ে যাবে ষষ্ঠ দফার নির্বাচন। নির্বাচন রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে। আর তার আগেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। রাজনৈতিক সংঘর্ষের জেরে খুন হয়ে গেলেন বিজেপি কর্মীর মা। কর্মীর অবস্থাও সঙ্কটজনক। আহত হলেন আরও ৬-৭ জন কর্মী সমর্থক।
আর এবার এই সমগ্র ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কীভাবে ভোটের কয়েকঘন্টা আগে এমন ঘটনা ঘটে গেল এবং তাঁকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল নন্দীগ্রামে, সেই সবই জানতে চেয়েছে কমিশন। আজ বিকেলের মধ্যেই সেই রিপোর্ট পাঠাতে হবে কমিশনের কাছে। উল্লেখ্য, এই দফাতেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা সর্বাধিক। ৭টি আসনে মোট ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। অথচ সেই জায়গাতে দাঁড়িয়েই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। যা রীতিমতো ভাবিয়ে তুলেছে কমিশনকে।