বোমা হামলার হুমকি! খালি আইফেল টাওয়ার

প্রতি বছর দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক আইফেল টাওয়ার দর্শন করতে আসেন। গত বছর বিশ্বের সপ্তম আশ্চর্য দেখতে ভিড় জমিয়েছিলেন ৬২ লক্ষ পর্যটক।

author-image
Aniruddha Chakraborty
New Update
জনব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান হল প্যারিসের আইফেল টাওয়ার। এটি বিশ্বের সপ্তম আশ্চর্য হিসাবে পরিগণিত। সারা বছর দেশ-বিদেশের পর্যটকরা বিশ্বের এই সপ্তম আশ্চর্য দেখতে ভিড় জমান। এবার সেই আইফেল টাওয়ারেই বোমাতঙ্ক। শনিবার আইফেল টাওয়ারে বোমাতঙ্ক ছড়ায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে তড়িঘড়ি পর্যটকদের সেখান থেকে সরিয়ে আনা হয় এবং বন্ধ করে দেওয়া হয় বিশ্বের সর্বোচ্চ টাওয়ার। আইফেল টাওয়ারে বোমাতঙ্কের খবরটি নিশ্চিত করেছে ফরাসি পুলিশ। এদিন স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ আইফেল টাওয়ারের তৃতীয় তলে বোমাতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। আইফেল টাওয়ার-সংলগ্ন হোটেল, রেস্টুরেন্টও খালি করে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানের ব্যাপারে প্যারিস পুলিশের মুখপাত্র জানান, এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা স্বাভাবিক। যদিও এই ধরনের ঘটনা বিরল। তবে আইফেল টাওয়ার বা সংলগ্ন এলাকায় বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।