নিজস্ব সংবাদদাতা: এবার ইডির স্ক্যানারে যুক্ত হল রাজ্যের আরও এক মন্ত্রীর নাম। শুধু যুক্তই হল না, সরাসরি সাতসকালে মন্ত্রীর দুয়ারে পৌঁছাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল ৬টা থেকে শুরু হল খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি অভিযান।
যা জানা যাচ্ছে, গতকাল গভীর রাতেই ইডির অফিসারদের ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। সেখানে তৈরি হয় ১২টি টিম। আর আজ সাতসকাল থেকেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় চলছে তল্লাশি। তার একটি জায়গা হল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাসভবন। মধ্যমগ্রামের মাইকেল নগরে রথীন ঘোষের বাড়িতে সকাল ৬টা থেকে শুরু হয়েছে ইডির অভিযান। সম্পূর্ণ বাড়ি ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ানরা।
মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ইডি জানিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বিভিন্ন নথি খতিয়ে দেখে রথীন ঘোষের নাম উঠে আসে। সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেই আজ রথীন ঘোষের বাড়িতে চলছে ইডির অভিযান।